Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

 ‘‘মহিলা বিষয়ক অধিদপ্তর বেড়া এর সেবার তালিকা’’

 

ক্রমিক নং

সেবার নাম

১।

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী  মহিলাদের  খাদ্য ও নিরাপত্তা সহ প্রশিক্ষণ প্রদান  আয়বর্ধক কর্মসূচিতে তাদের জড়িত করণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কর্ডধারীকেঃ-

(ক) দুই বৎসর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।

(খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

(গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সহায়তা দেওয়া হয়।

০২।

দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন  ভাতা প্রদান কর্মসূচীর অধীনে গা্রমের দরিদ্র গর্ভবতী  মায়েদের মাসিক ৮০০/- টাকা হরে তিন বছর মেয়াদে মতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য সেবা ও আয় বর্ধক সহ সামাজিক সচেতনতা মূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

০৩।

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর অধীনে পৌর এলাকার দরিদ্র  গর্ভবতী  মায়েদের মাসিক ৮০০/- টাকা হরে তিন বছর মেয়াদে ‘‘ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা’’ প্রদান করা হয়। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য সেবা ও আয়বর্ধক সহ সামাজিক সচেতনতা মূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

০৪।

ক্ষুদ্রঋণ কর্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ   প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ৫,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা পর্যমত্ম সহজ সর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূল টাকার সঙ্গে শুধুমাত্র ৫% থেকে ৮% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

০৫।

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী  নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হয়।

০৬।

নারী  উন্নয়ন ও জে-ার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ। যেমন- জাগরণী,পদযাত্রা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ,জন্মনিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্ধুদ্ধকরণ,এইচ,আই,ভি (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় কমিটি পরিচালনা,নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরণ করা হয়।

০৭।

উন্নয়ন কর্মসূচিকে  আরো ব্যাপক এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষে স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন সমুহকে নিবন্ধনের জন্য জেলা কার্যালয়ে সুপারিশ করে প্রেরণ করা হয়।

০৮।

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ১৫,০০০/-টাকা থেকে ২৫,০০০/-টাকা আর্থিক অনুদান দেওয়া। এ সকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। উলেস্নখ যে, প্রতি বছর প্রতি জেলার ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/-টাকা ঘূর্ণায়মান ঋণ হিসাবে এককালিন প্রদান করা হয়।

০৯।

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের মাধ্যমে প্রতি ব্যাচে ৫০ জন করে দুইটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। (টেইলারিং ও বস্নক বাটিক)

১০।

সমাজের প্রামিত্মক বিভিন্ন সত্মরের প্রামিত্মক কিশোর-কিশোরীদের জে-ার বেইজ ভয়োলেন্স প্রতিরোধে সক্ষম করা,সেক্সুয়াল রিপ্রডাকটিভ হেলথ এ্যা- রাইটস বিষয়ে সচেতনতা সৃষ্ঠি এবং নারীদের আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবে রম্নপামত্মরিত করা।