‘‘মহিলা বিষয়ক অধিদপ্তর বেড়া এর সেবার তালিকা’’
ক্রমিক নং |
সেবার নাম |
১। |
ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য ও নিরাপত্তা সহ প্রশিক্ষণ প্রদান আয়বর্ধক কর্মসূচিতে তাদের জড়িত করণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কর্ডধারীকেঃ- (ক) দুই বৎসর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। (গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সহায়তা দেওয়া হয়। |
০২। |
দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচীর অধীনে গা্রমের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- টাকা হরে তিন বছর মেয়াদে মতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য সেবা ও আয় বর্ধক সহ সামাজিক সচেতনতা মূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। |
০৩। |
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর অধীনে পৌর এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- টাকা হরে তিন বছর মেয়াদে ‘‘ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা’’ প্রদান করা হয়। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য সেবা ও আয়বর্ধক সহ সামাজিক সচেতনতা মূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। |
০৪। |
ক্ষুদ্রঋণ কর্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ৫,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা পর্যমত্ম সহজ সর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূল টাকার সঙ্গে শুধুমাত্র ৫% থেকে ৮% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়। |
০৫। |
মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হয়। |
০৬। |
নারী উন্নয়ন ও জে-ার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ। যেমন- জাগরণী,পদযাত্রা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ,জন্মনিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্ধুদ্ধকরণ,এইচ,আই,ভি (এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় কমিটি পরিচালনা,নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরণ করা হয়। |
০৭। |
উন্নয়ন কর্মসূচিকে আরো ব্যাপক এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষে স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন সমুহকে নিবন্ধনের জন্য জেলা কার্যালয়ে সুপারিশ করে প্রেরণ করা হয়। |
০৮। |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ১৫,০০০/-টাকা থেকে ২৫,০০০/-টাকা আর্থিক অনুদান দেওয়া। এ সকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত হয়। উলেস্নখ যে, প্রতি বছর প্রতি জেলার ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/-টাকা ঘূর্ণায়মান ঋণ হিসাবে এককালিন প্রদান করা হয়। |
০৯। |
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের মাধ্যমে প্রতি ব্যাচে ৫০ জন করে দুইটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। (টেইলারিং ও বস্নক বাটিক) |
১০। |
সমাজের প্রামিত্মক বিভিন্ন সত্মরের প্রামিত্মক কিশোর-কিশোরীদের জে-ার বেইজ ভয়োলেন্স প্রতিরোধে সক্ষম করা,সেক্সুয়াল রিপ্রডাকটিভ হেলথ এ্যা- রাইটস বিষয়ে সচেতনতা সৃষ্ঠি এবং নারীদের আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবে রম্নপামত্মরিত করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস