ক্রমিক নং | প্রকল্পের নাম | কার্যক্রম | বাসত্মবায়ন |
১ | দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান | সরকারী নীতিমালার আলোকে ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ/কমিটির মাধ্যমে নাম নির্বাচন, আবেদন গ্রহণ এবং উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে। | প্রতিমাসে ৩৫০/- হারে হাইমচর উপজেলায় ১২৬ জন মা ২ বৎসর মেয়াদে ভাতা পাচ্ছেন। |
২ | দুঃস্থ পরিবার উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী | সরকারী নীতিমালার আলোকে ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ/কমিটির মাধ্যমে নাম নির্বাচন, আবেদন গ্রহণ এবং উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে। | হাইমচর উপজেলায় ৯২৯ জন দুঃস্থ মহিলা প্রতি মাসে ৩০ কেজি হারে ২ বৎসর মেয়াদে বিনা মূল্যে খাদ্য সুবিধা পাচ্ছেন। |
৩ | মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ÿুদ্রঋন প্রদান | ÿুদ্র প্রকল্প অনুসারে ৫,০০০/- থেকে ১৫,০০০/- পর্যমত্ম ৫% সার্ভিস চার্জ প্রদান শর্তে আবেদন দাখিল ও উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ঋন মঞ্জুর। উক্ত ঋন মাসিক কিসিত্মতে ১/২ বৎসরে পরিশোধ করতে হবে। | এ যাবৎ ৮৩ জন মহিলাকে ঋন কর্মসূচীর আওতায় আনা হয়। |
৪ | স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রন | আগ্রহী ও সংগঠিত মহিলাগন সরকারী- ক ফরম পূরন করে সংগঠনের যাবতীয় তথ্য সংযুক্তি পূর্বক আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন গ্রহন করা যায়। | হাইমচর উপজেলায় মোট ২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন সনদ গ্রহন করে মহিলা উন্নয়নে কাজ করে যাচ্ছে। |
৫ | স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদান প্রদান | নির্দিষ্ট ফরমে সংযুক্তি পূর্বক উপজেলা ও জেলা কার্যালয়ের মাধ্যমে অনুদানের আবেদন দাখিল করা যায়। | গত অর্থ বছরে একটি মহিলা সংগঠন ১৫,০০০/- টাকা অনুদান বরাদ্দ পান। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস